মোঃগোলাম মাওলা, কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইতোমধ্যে ধান কেটে মাটিতে বুনতে শুরু করেছে কৃষকের স্বপ্ন।

মাঘের শীতকে উপেক্ষা করে মরিচ চচরা,মিষ্ঠ আলু,বুট্টা,বাদাম,সূর্যমুখী, রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক-কৃষাণীরা। সম্প্রতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্যারও চারা,আটি, নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন তারা। বিরামহীন গতিতে চলছে স্বপ্নের কাজ।

চলতি মৌসুমে বিভিন্ন প্রকারের চারা,আটি সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। বিশেষ করে। বিভিন্ন হাট-বাজারে গিয়ে গুণগত মান যাচাই-বাছাই করে চারা ক্রয় করতে দেখা গেছে তাদের।

সোমবার (৯ জানুয়ারি) সকালে বাজারে বীজ-চারা ক্রয় করতে আসা ছালাম,বাবুল,ও ইমাজ উদ্দিন বলেন, সময় মতো চারা, আটি রোপনের জন্য আমাদের ভিবিন্ন বাজার থেকে এগুলো কিনে নিয়ে আসতে হয়।যদি সরকারের সহযোগিতা পাই তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে