আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় রোববার ভোট গ্রহণ শুরু হয়েছে।
বিগত ২৫ বছর ধরে রাজ্যটিতে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) অথবা সিপিআই (এম) শাসন করছে।

সিপিআই (এম) ও দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই নির্বাচনকে কেন্দ্র করে পরস্পরের সঙ্গে সরাসরি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
মোট ৬০টি আসনের মধ্যে ৫৯টি আসনের জন্য ভোট গ্রহণ করা হচ্ছে।

ওই একটি আসনের ভোট গ্রহণের দিনক্ষণ পিছিয়ে দেয়া হয়েছে। ১২ মার্চ ওই আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একজন প্রার্থী স্বাভাবিকভাবে মারা যাওয়ার কারণে ভোট গ্রহণ পিছাতে হয়েছে।
রোববারের এই নির্বাচনে ২৫ লাখ ভোটার ২৯২ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে।
আগামী ৩ মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

সিপিআই(এম) ৫৭ প্রার্থী এবং বিজেপি ৫১ প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। অবশিষ্ট প্রার্থী বিজেপির জোটের শরীক ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার জন্য ছেড়ে দিয়েছে।
বিজেপি এই প্রথমবারের মতো ত্রিপুরায় সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। গত ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে সিপিআই(এম) রেকর্ড পরিমাণ ৪৯টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। বিজেপি ৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটিতেও জয়ী হতে পারেনি।

 

 

 

 

 

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে