ডেস্ক রিপোর্টঃ ‘আমরাই আছি শিশুদের পাশে’- নড়াইল সদরের শিশুপ্রেমী বন্ধুমহল আমরা ‘ক’ জনের আয়োজনে মঙ্গলবার ভালোবাসা দিবসে নড়াইলে ব্যতিক্রমধর্মী আয়োজনে পালিত হল দিবসটি। শহরের একটি শপিং কমপ্লেক্সের সামনে ছিন্নমুল শিশুদের নিয়ে কেক কেটে, ক্যাটবেরি চকলেট, ফুল ও মিষ্টি বিতরণ করা হয়।
আয়োজক শাহপনার, সতেজ, রিশদি জানান, আমরা সবাইকেই ভালোবাসি, কিন্তু যারা সমাজের অবহেলিত, অনেকেই তাদের অবহেলার চোখে দেখে, তাই আজ আমাদের এ ব্যতিক্রমধর্মী আয়োজন। বিশেষ করে নড়াইলের ফুলের দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে। সব বয়সের ক্রেতারা ফুল কিনছেন ভালোবাসার মানুষের জন্য।
অপরদিকে নড়াইল শহরের ফুলের দোকানে সকাল থেকেই জমে উঠেছে কেনা বেচা। গোলাপ, রজনীগন্ধ্যা, গ্যালোডিয়া, জারবেরা সব রকমের ফুল বিক্রি হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। তবে গোলাপের চাহিদায় বেশী। প্রতি পিস গোলাপ ২০ থেকে ২৫ টাকা দরে এবং রজনীগন্ধা বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা করে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে