মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ,নীলফামারী,প্রতিনিধিঃ  বোমা মেশিন দিয়ে পুকুর খনন করার সময় পাড় ধসে পুকুরের পানিতে ডুবে ক্ষিতিশ চন্দ্র (৫৫) রায় নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। 
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর দেড়টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা মেলাবর গ্রামে। সে একই গ্রামের মৃত্যু বিপেন চন্দ্র রায়ের ছেলে।]

প্রত্যক্ষদর্শী ও এলাবাসী সূত্রে জানা গেছে, গত একবছর আগে ক্ষিতিশ চন্দ্রের আপন ভাই কাতিক চন্দ্র  বাড়ির পিছনে বোমা মেশিন দিয়ে পুকুর খনন করে। শনিবার দুপুর দেড়টার দিকে ক্ষিতিশ পুকুরের পাড়ে বসে ছিল। এসময় হঠাত করে পুকুরের পাড় ধসে গিয়ে সে পুকুরে পানিতে ডুবে মারা যায়। মেলাবর গ্রামের স্থানীয় বাসিন্দা হাফিজার রহমান,  আতিকুল ইসলাম জানান, বোমা মেশিন দিয়ে খনন করার ফলে এমনিতেই পুকুরের পাড় নরম ছিল। তাঁর উপর গত তিনদিন ধরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পুকুরে পানির পরিমানও বেশি।  
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার বিষয় নিশ্চিত করে করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে