জি, এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আগুরিয়া দক্ষিণপাড়া গ্রামে ৯ম শ্রেণির স্কুল ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিয়ে বন্ধ করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। তিনি নবম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন। শুক্রবার রাতে বেলকুচি উপজেলার আগুরিয়া দক্ষিণপাড়া গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। তখন কনের বাড়ীতে কনে আগুরিয়া দক্ষিণপাড়া গ্রামের নবম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে একই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী (২৯) এর বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্কা তাই ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের পিতাকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়াব পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন। আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউ.পি সদস্য আঃ গফুর ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে