ডেস্ক রিপোর্টঃ ভারতে পাচারের সময় বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্তের খলসী বাজারের ইটভাটা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২টি সোনার বার উদ্ধার করেছে   বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে এই সোনার বারগুলি উদ্ধার করা হয়। তবে বিজিবি এসময় কাউকে অাটক করতে পারিনি।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায় বেনাপোল বাজার থেকে বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে এক ব্যক্তি পুটখালী সীমান্তের খলসী বাজারের পাশে ইট ভাটায় অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার ওমর ফারুক সংগীয় ফোর্স নিয়ে পুটখালী সীমান্তের খলসী বাজারের ইট ভাটায় অভিযান চালায়। পাচারকারী বিজিবির অভিযান টের পেয়ে একটি ব্যাগ ফেলে অাগেই পালিয়ে যায়। উদ্ধাকৃত ব্যাগ তল্লাশী করে ১২টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধাকৃত সোনার ওজন ১ কেজি ৪০০ গ্রাম। যার অানুমানিক সিজার মূল্য প্রায় ৫৯লক্ষ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম ১২ টি সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনা বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

B/D/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে