কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ গত ২৪ অক্টোবর দৈনিক দাবানল পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল বিডি নীয়ালা নিউজ, দৈনিক তালাশ সহ একাধিক পত্রিকায় সড়ক নয়, যেন মরণ ফাঁদ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর পাগলাপীর ডালিয়া সড়কের সংস্কারের কাজ ২৭ আক্টোবর/২২ইং শুরু করেন সড়ক ও জনপথ, নীলফামারী।

পাগলাপীর ডালিয়া সড়ক নিয়ে একাদিকবার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে। এ ব্যাপারে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ জহিরুর ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান খুব শীঘ্রই কাজ শুরু করা হবে।

যেমন কথা তেমন কাজ সপ্তাহ খানেক যেতে না যেতে উক্ত সড়কটিতে ছোট-খাটো খানা খন্দ, গর্ত রিপারিংয়ের কাজ দুরত্ব গতিতে চলছে।

পাগলাপীর ডালিয়া সড়কের মাগুড়া বাসষ্ট্যান্ডে হাতীয় শ্রমিক পার্টির সভাপতি শামীম রেজা, শ্রমিক জালাল উদ্দিন, পান সুপারী ব্যবসায়ী ফরিদ মিয়া বলেন সড়কটির যে বেহাল অবস্থা সহ গর্তের সৃষ্টি হয়েছিল দু এক দিনের মধ্যে রিপারিং না করলে যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটে প্রানহানি হতে পারতো। তাই সড়কটি দ্রুত সময় রিপারিংয়ের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী মাঝে স্বস্তি প্রকাশ পেয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে