ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি কখনই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলো না। এ দলটির জন্মই একটা বেআইনী পন্থায়, সামরিক ছাউনিতে বসে হয়েছিল। সেই দলের নেতা-কর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে না এটাই স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি কাদের নাম সুপারিশ করে তার অপেক্ষায় রয়েছে বিএনপি।
হানিফ শুক্রবার সকালে কুষ্টিয়া পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সদর উপজেলার বিভিন্ন জায়গায় উঠান বৈঠকে যোগ দেয়ার আগে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। পরে তিনি শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
হানিফ বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আদালত থেকে তাকে ৫০ থেকে ৬০ বার হাজিরার দিন ধার্য থাকলেও তিনি মাত্র ৮ থেকে ১০ বার হাজির হয়েছিলেন।
এখন শেষ সময় এসে নিরুপায় হয়ে আদালতে হাজির হচ্ছেন জানিয়ে তিনি বলেন, এতে প্রমানিত হয় খালেদা জিয়া কখনই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। খালেদা জিয়ার উদ্দেশ্যে হানিফ আরও বলেন, অতীতে তিনি যে আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন তা থেকে বিরত থাকার জন্য বেগম জিয়ার প্রতি আহবান জানান।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে