আন্তর্জাতিক রিপোর্ট : লন্ডনে কেনিংটন ওভালে আগামীকাল বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। উভয় দলই নিজেদের সেরা নৈপুণ্য দেখিয়ে জয় দিয়ে শুরু করতে চাইবে বিশ্বকাপের পরই মর্যাদাকর এ আসর।
এ ম্যাচে স্পট লাইট যাদের থাকবে যাদের উপড় :
সাকিব আল হাসান : বাংলাদেশ দলের সেরা পারফর্মারদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান। বর্তমানে ক্রিকেটের তিন ফরম্যাটে অলরাউন্ডার শীষে আছেন তিনি। তার ব্যাট-বোলিং নৈপুণ্যের উপর নির্ভর করছে বাংলাদেশের সাফল্য। অবশ্য সাকিবের পারফরমেন্স নিয়ে চিন্তিত বাংলাদেশ। গেল মার্চে শ্রীলংকার বিপক্ষে সিরিজে রান পেলেও, ত্রিদেশীয় সিরিজ ও দু’টি প্রস্তুতিমূলক ম্যাচে রান পাননি তিনি। এমনকি বল হাতেও ব্যর্থ ছিলেন তিনি। তিন ম্যাচে মাত্র ৩ উইকেট নেন। আর রান করেছিলেন ৩৯।
তামিম ইকবাল: বাংলাদেশের ব্যাটিং অর্ডারে তামিম ইকবালের দিকে তাকিয়ে থাকবে দল। ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচে ১৯৯ রান করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০২ রানের ঝকঝকে ইনিংস রয়েছে তার। তাই ব্যাটিং-এ বাংলাদেশের ভরসার অন্যতম প্রতীক এই বাঁ-হাতি।
মুস্তাফিজুর রহমান : ওয়ানডেতে মাত্র ১৮টি ম্যাচ খেলার অভিজ্ঞতা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। তবে এই ১৮ ম্যাচে ৪৩ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি সময়ে আগের মত অতটা ভয়ংকর নন ফিজ। কাঁধের ইনজুরির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এখনো ফিজের মতো জ্বলে উঠতে পারেননি তিনি। তবে জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েছেন। ত্রিদেশীয় সিরিজে তিন ইনিংসে ৭ উইকেট তেমনই ইঙ্গিত দিচ্ছে।
পক্ষান্তরে ইংল্যান্ড দলে প্রধান তিন ভরসার নাম অধিনায়ক ইয়োইন মরগান, জো রুট ও অলরাউন্ডার বেন স্টোকস। দুর্দান্ত ফর্মেই রয়েছেন মরগান-রুট-স্টোকস। সদ্যই শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের সেরা হয়েছেন মরগান। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০১ রান করে ইংল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত করেন স্টোকস। সিরিজের প্রথম ম্যাচে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মরগান। পুুরো সিরিজে নিজেকে মেলে ধরতে না পারলেও, সম্প্রতি সময়ে ব্যাট হাতে ভালোই রান পাচ্ছেন রুট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক ইনিংসে ৩১৭ রান করেছিলেন রুট।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে