160822002233_rio_olympic_closing_640x360_afp_nocredit

বিডি নীয়ালা নিউজ( ২২ই আগস্ট ২০১৬ইং )-স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলের রিও ডি জেনিরোতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠান হচ্ছে।

সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন।

বৃষ্টির বিড়ম্বনাকে উপেক্ষা করেই রিও’র মাঠে চলেছে নৃত্য ও আনন্দ কোলাহল।

বিবিসিবৃষ্টি উপেক্ষা করে উপভোগ করেন মাঠের দর্শকরা

জাতীয় পতাকা বহনকারীরা-ও এই উৎসবে আলাদা-আলাদাভাবে নিজেদের টিমের সঙ্গে পতাকা নিয়ে যাননি।

বরং সকল পতাকা বহনকারীরা একসঙ্গে একটি টিম হিসেবে এসেছেন। বলা হচ্ছে, ‘টুগেদারনেস’ বা যূথবদ্ধতার প্রতীক হিসেবেই করা হয়েছে এই আয়োজন।

এবারের অলিম্পিক আসরের সর্বোচ্চ ৪৬টি সোনা নিয়ে নিয়ে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।

বিবিসিবর্ণিল আয়োজন করা হয় মারাকানা স্টেডিয়ামে

আর ২৭টি সোনা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রিটেন।

আর ২৬টি সোনা নিয়ে তৃতীয় অবস্থানে আছে চীন।

এছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে রাশিয়া ও জার্মানি।

bbcImage copyrightAFP
Image captionঅলিম্পিকের ২০২০ এর আয়োজক জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নিজেই উপস্থিত ছিলেন

শেষ দিনে রিও অলিম্পিকের পুরুষদের ম্যারাথন জিতেছেন কেনিয়ার ইলিউড কিপচোগ।

মোট দুই ঘণ্টা আট মিনিট চুয়াল্লিশ সেকেন্ড সময় নিয়েছেন ৩১ বছর বয়সী এই কেনিয় তারকা। আর এবারের ম্যারাথনে দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার ফেয়িসা লিলেসা।

বিবিসিমনোমুগ্ধকর সব আয়োজন করা হয়

মি. কিচচোগ-এর চেয়ে ৭০ সেকেন্ড বেশি সময় নিয়েছেন মি. লিলেসা।

আর তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন অ্যামেরিকার গেলেন রূপ্য।

পরবর্তী অলিম্পিক আয়োজক দেশ জাপানের কাছে তুলে দেয়া হয় অলিম্পিকের পতাকা, ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমস এর জন্য।

 

 

bbc

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে