160821071155_basundhara_fire_1_640x360_bbc_nocredit

বিডি নীয়ালা নিউজ(২২ই  আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ  বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগার প্রায় ১৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও, এখনো সেখানে প্রচুর ধোয়া রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বন্ধ থাকা বহু দোকানের ভেতরে পণ্য পুড়ে সেখান থেকেই এ ধোয়া আসছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপপরিচালক অজিত কুমার ভৌমিক জানিয়েছেন, লেভেল চার, পাঁচ ও ছয়ের অনেক দোকানের তালা খোলা সম্ভব হয়নি।

সেখান থেকেই মূলত ধোয়া বের হচ্ছে। তবে সেগুলো দ্রুত নেভানোর চেষ্টা চলছে।

basundhara_fire_5
এখনো সেখানে প্রচুর ধোয়া রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস

এদিকে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোন ধারণা দিতে পারেননি মি. ভৌমিক।

তিনি জানিয়েছেন, সকাল থেকে ফায়ার সার্ভিস ও শপিং মলের কর্মীরা মিলে সেখানকার পানি সরানোর কাজ করছে।

ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে ২০০৯ সালে-ও এই বিপণী বিতানে অগ্নিকান্ডে সাতজন নিহত হয়।

ঢাকায় বহুতল আবাসিক ভবনে সবচেয়ে ভয়াবহ অগ্নিকান্ডের নিদর্শন হলো ২০১০ সালে জাপান গার্ডেন সিটিতে আগুনে একই পরিবারের সাতজনের মৃত্যু।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে