স্টাফ রিপোর্টারঃ রাজধানীর বনানীর এফআর টাওয়ার নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে টাওয়াটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান ঢাকাটাইমসকে জানান, ভবনটির ছয় ও সাত তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। বেলা পৌনে দুটা পর্যন্ত দাউদাউ করে আগুন জ্বলছে। পাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভবনটিতে দ্যা ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।

আগুন লাগার সময় ভবনটি থেকে বের হয়ে আসা বেশ কয়েকজন জানান, ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের কেউ বের হতে পারছেন না। ধোঁয়ার কারণে তাদের কষ্ট হচ্ছে। অনেককে পাইপ বেয়ে নিচে নেমে আসতে দেখা গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে