jasim-uddin

ডেস্ক রিপোর্টঃ পল্লীকবি জসীম উদ্ দীনের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী পল্লী মেলা ১০ জানুয়ারি থেকে শুরু হবে।
কবির বাড়ি সংলগ্ন কুমার নদী তীরবর্তী গ্রাম গোবিন্দপুরে এই মেলার আয়োজন করা হয়েছে।
১৯৯৬ সাল থেকে আকর্ষণীয় এই বার্ষিক পল্লী মেলায় দূর দুরান্ত থেকে কবি, মেলাপ্রেমী ও দর্শনার্থীরা ভিড় করে থাকেন।
১ জানুয়ারি কবির জন্মদিনে মেলার আয়োজন করা হয়ে থাকে, কিন্তু এবার ১০ জানুয়ারি থেকে মেলার আয়োজন করা হয়েছে।
মেলা সফল ও আকর্ষণীয় করতে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বলে সূত্র জানায়। মেলায় প্রায় দু’শ অস্থায়ী স্টল বসবে।
মেলা চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য জসিম মঞ্চ সাজানো হয়েছে। মেলায় প্রদর্শন ও বিক্রির জন্য হস্তশিল্প ও গ্রামীণ কুঠির পণ্য তোলা হবে। এছাড়াও সার্কাসসহ বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে