শতকের পর মিসবাহর উদযাপন। ছবি : ক্রিকইনফো
শতকের পর মিসবাহর উদযাপন। ছবি : ক্রিকইনফো

বিডি নীয়ালা নিউজ(১৫ই জুলাই ১৬)-স্পোর্টস ডেস্কঃ বয়স কোনো বড় বিষয় নয়। মনটাই আসল। আর তাই লর্ডসে ব্যাট দিয়ে প্রমাণ করলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। বৃহস্পতিবার শুরু হওয়া লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিনই করেছেন শতক। আর ওই শতকে পাকিস্তানও দাঁড়াচ্ছে শক্ত ভিতে।

বৃহস্পতিবার মিসবাহের বয়স ৪২ বছর ৪৭ দিন। তাতে কী? বয়সকেই বুড়ো আঙুল দেখালেন। যেখানে মোহাম্মদ আমির ছিলেন আলোচনায়, সেখানে এখন কেবলই মিসবাহ।

প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৮২ রান। দিনশেষে ১১০ রানে অপরাজিত আছেন অধিনায়ক মিসবাহ। ইংল্যান্ডের পক্ষে ওয়াকস আতঙ্ক ছড়িয়েছেন পাকিস্তান শিবিরে। ছয় উইকেটের মধ্যে চারটিই তাঁর।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিসবাহ। মোহাম্মদ হাফিজ ব্যাট চালিয়েছেন ওয়ানডের মতোই। শান, আজহার তাঁকেই অনুসরণ  করেন। পরে ইউনিস খানের সঙ্গে জুটি করেন মিসবাহ। ৩৩ রানে বিদায় নেন ইউনিস। পরে মিসবাহকে সঙ্গ দেন আসাদ শফিক। ৭৩ রানে ওয়াকসের বলে আউট হন তিনি।

১৭৯ বল খেলে ১১০ রানে অপরাজিত আছেন মিসবাহ। ইনিংসে ছিল ১৮টি চারের মার।

 

ntv

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে