jsc-jdc_saidpur-800x445

ডেস্ক রিপোর্টঃ জেএসসির বরিশাল বোর্ড এবং জেডিসির রবিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আন্তঃশিক্ষা সমন্বয় সাব কমিটির সভাপতি অ‌ধ‌্যাপক মাহবুবুর রহমান শনিবার রাতে এ তথ‌্য জানান।

জেএসসির বরিশাল বোর্ডের রবিবারের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ১২ নভেম্বর একই সময়ে নেয়া হবে। আর জেডিসির এদিনের ইংরেজি দ্বিতীয় প্রথম পত্রের পরীক্ষা নেয়া হবে ১৯ ফেব্রুয়ারি।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপটি রবিবার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে