মারুফ সরকার, বিনোদন ডেস্কঃ পূজার সময় মেয়েদের সাঁজ গোজের দিকে সবাই তাকিয়ে থাকে, কারণ এসময় প্রতিমা নিজেই তো রূপে ঝলমলে থাকে। প্রতিমার সামনে সুন্দরীরা কীভাবে সেজে যাচ্ছে, সেটাও দেখবার বিষয়।

পূজার সময় হালকা গরম থেকেই যায়। তাই সকালে অঞ্জলি দেবার জন্য হালকা সুতির পোশাক আরামদায়ক। আর যারা শাড়ি পড়তে চান গরদ বা তসরের শাড়ি অঞ্জলির জন্য বেশ ভালো। তার সঙ্গে যদি বেছে নেন মানানসই গোল্ড প্লেটের গয়না তাহলে দারুন মানাবে।

একটা ট্র্যাডিশনাল খোঁপা তার একধারে বেলফুলের মালা একটা সুন্দর ট্র্যাডিশনাল লুক দেবে। এছাড়াও পোশাকের সঙ্গে যদি গাঢ় চোখের মেকআপ চান করতেই পারেন। তবে সেক্ষেত্রে ঠোঁট হবে হালকা ম্যাট ফিনিশ। আর যদি লিপস্টিকের রঙ গাঢ় চান তাহলে অ্যাই মেকআপ টা হালকাই ভালো লাগবে।

চোখে শুধু মোটা করে কাজল ভালো লাগবে। তবে যারা গয়না পড়তে ভালোবাসেন তারা এইসময় জাঙ্ক গয়নার পরিবর্তে একটু ট্র্যাডিশনাল গয়না বা এথনিক জুয়েলারী পরলে বেশি ভালো লাগবে পূজোর সময়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে