ডেস্ক রিপোর্টঃ পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও ডিটারজেন্টসহ সাতটি পরীক্ষার প্রতিবেদন, হাইকোর্টে জমা দিয়েছে তিন প্রতিষ্ঠান।

সকালে হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এ প্রতিবেদন জমা দেয়া হয়। প্রতিবেদন জমা দেয় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, আইসিডিডিআরবি ও বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। তবে জনস্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিবেদন জমা দেয়নি।

এর আগে, গেলো ১৪ জুন এই চার প্রতিষ্ঠানকে দুধে কলিফর্ম কাউন্ট, এসইডিটি, ফরমালিন, ডিটারজেন্ট অ্যান্ড অ্যান্টিবায়েটিকসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান, পরীক্ষার নির্দেশ দেয় আদালত।

যমুনা টিভি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে