কিশোরগঞ্জ(নীলফামারী)॥থেকে মোঃ কাওছার হামিদ :  পাগলাপীর ডালিয়া সড়কে জলঢাকা থেকে পাগলাপীর পর্যন্ত বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে উক্ত সড়কটি সংস্কার জরুরী হয়ে পড়েছে। এখনেই ছোট খাট গর্ত গুলো সংস্কার না করায় দিন দিন গর্তের গভিরতা বেড়েই চলেছে। উক্ত সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবহন চলাচল করে এর অধিকাং পরিবহন গুলো মালবাহি এবং লোড গাড়ী এছাড়া প্রতিনিয়ত যাত্রীবাহী বাস মিনিবাস,পিকআপ,

সি-এন-জি,আটো-বাইক,আটো-ভ্যানসহ অসংখ্য পরিবহন। একটু স্পীডে গেলে গর্তে পড়ে বিকট শব্দ হচ্ছে এ শব্দে সড়কের পাশে থাকা ব্যবসায়ী প্রতিষ্ঠান যেমন কম্পিউটারের দোকানে রাখা কম্পিউটার, বিভিন্ন কোম্পনীর শো-রুম এ রক্ষিত টিভি,ফ্রিজ, সহ অনেক মূল্যমানের সামগ্রী শব্দের কারনে সমস্যা হচ্ছে। পাগলাপীর হতে ডালিয়া যেতে ২শ স্পর্টে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। যেকোন মূহুর্তে যানবহন দূর্ঘটনার স্বীকার হয়ে মানুষের প্রানহানীর ঘটনা ঘটতে পারে। গত দুদিন ধরে পাগলাপীরে ডালিয়া সড়কে কার্পেটিং উঠে যাওয়া জায়গা গুলোতে কাজ করতে দেখা যাচ্ছে কর্তৃপক্ষের কিন্তু অন্যান্য স্পট গুলো কোন কাজ করছে না। শুধু কি পাগলাপীর গুরুত্ব স্থান আর বাকি স্পট গুলো কি গুরুত্বপূর্ণ নয়, তাই যদি হয়ে থাকে তাহলে এখন পর্যন্ত অন্যান্য স্পর্ট গুলোতে রিপারিং এর কাজ শুরু হয়নি বলে সচেতন মহল দাবী করেন। তাই পাগলাপীর ডালিযা সড়কের অন্যান্য স্পর্ট গুলোতে দ্রুত কার্পেটিং এর সংস্কার কাজ করার জন্য দৃষ্টি আর্কষণ করছে উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট।


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে