কিশোরগঞ্জ (নীলফামারী) ॥ থেকে,মোঃ কাওছার হামিদ : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী উইনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটনকে বন্যা দুর্গতদের মাঝে ত্রানের চাল (জি.আর) বিতরণ না করায় তাঁকে শোকজ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান। গত ১৮ আগষ্ট ৬৮৯ নম্বর স্বারকে এক নোটিশের মাধ্যমে পত্র প্রাপ্তির তিন দিনের মধ্যে তাঁকে জবাব দাখিলের কথা বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার ৯ টি ইউনিয়নে ১০ হাজার ৫শ বন্যা দুর্গত পরিবারের জন্য দুই দফায় মোট ২৮ দশমিক ৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে পুটিমারী ইউনিয়নে এক দশমিক ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু ওই ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন চাল উত্তোলন না করে বন্যা দুর্গতদের উদাসিন মনোভাব প্রদর্শন করেছেন। যা দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ অনুসারে দুর্যোগ কালীন দায়িত্ব অবহেলার শামিল। এ ব্যাপারে পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটনের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান চেয়ারম্যানকে শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে