শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি: ১৪ ডিসেম্বর পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পাইকগাছা থানা,মুক্তিযোদ্ধা সংসদ, কপিলমুনি ইউনিয়ন পরিষদ, কপিলমুনি কলেজ,কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এ্যান্ড কলেজ, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কপিলমুনি বধ্যভূমি স্মৃতিসৌধ স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে।এ সময় ১ মিনিট নিরবতা পালন,দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরিফুজ্জামান,সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরন মন্ডল।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সাংবাদিক,স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দসহ নানা শ্রেণী পেশায় কর্মরত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে