ডেস্ক রিপোর্ট: বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজিক শহর চৌমুহনীর স্টেশন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি দোকায় পুড়ে গেছে। এতে শতকোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছে ব্যবসায়ীরা। রোববার সন্ধা ৭ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানায়, হঠাৎ করে মার্কেটের ভেতরের একাধিক দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, সোনাইমুড়ী ও সেনবাগের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই মনোহরি, মুদি, কোকারিজ, এ্যালমোনিয়াম, আবাসিক হোটেল, কম্পিউটার ও ভিডিও এডিটিং দোকানসহ অন্তত ২৫টি দোকান ভষ্মিভূত হয়। এতে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।


অগ্নিকান্ডের স্থলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। তবে পানির অভাবে ও সাধারণ মানুষের ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সঠিক ভাবে কাজ করতে পারেনি।


অপরদিকে সাধারণ মানুষকে সরাতে গিয়ে তোপের মুখে পড়তে হয় চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যদের। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম খবর পাওয়ার সাথে সাথেই অগ্নিকান্ডের স্থলে আসেন। তিনি জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রন আসার পর ক্ষয়ক্ষতি নিরুপন করে হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে প্রশাসন থাকবে বলেও জানান ইউএনও মাহবুব আলম।

P/B/A/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে