ডেস্ক স্পোর্টসঃ সিরিজের প্রথম টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়েছে ভারত। এই প্রথমবারের মতো টি-২০ ফরম্যাটে কিউইদের হারালো টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে দলের দুর্দান্ত পারফরমেন্সে খুশী ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পক্ষান্তরে ম্যাচ হারের জন্য বোলারদের দুষলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের পারফরমেন্স নিয়ে কথা বলার পাশাপাশি বিদায়ী ম্যাচ খেলতে নামা ভারতের অভিজ্ঞ পেসার আশিষ নেহরাকে ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন কোহলি-উইলিয়ামসন।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ২০২ রান করে ভারত। উদ্বোধণী জুটিতে ১৫৮ রান যোগ করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। দু’জনই ৮০ রান করে ফিরেন। রোহিতের ৫৫ বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা ছিলো। ম্যাচের সেরা ধাওয়ান ৫২ বল মোকাবেলায় ১০টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান।
ভারতের ছুঁড়ে দেয়া ২০৩ রানের টার্গেটে ৮ উইকেটে ১৪৯ রান করে নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ নিজেদের সেরাটা দিতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। তাই ব্যাটিং-এর পর বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি ফিল্ডারদের নৈপুন্যে সন্তষ্ঠ ভারত দলপতি কোহলি, ‘রোহিত-ধাওয়ানের জুটি আমাদের বড় সংগ্রহ এনে দিয়েছে। বোলারদের পারফরমেন্সও ছিলো অসাধারণ। ফিল্ডিং-এ পান্ডিয়ার ক্যাচ সাম্প্রতিক সময়ে আমার দেখা সেরা। তাই দলগত পারফরমেন্সে আমাদের জয়ও সহজ হয়েছে। নেহরার জন্যই এ ম্যাচ জিততে চেয়েছিলাম আমরা। এ বিদায়ী সংবর্ধনা তাকেই মানায়। ১৯ বছর ভারতীয় ক্রিকেটের পেছনে বড় বড় অবদান সে রেখেছে। সে এখন তার পরিবারের সাথে সময় কাটাবে। তবে আমরা তাকে মিস করবো এবং তার জন্য শুভ কামনা রইলো।’
ভারতের কাছে হারের জন্য দলের বোলারদের দুষলেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। তিনি বলেন, ‘খুবই হতাশাজনক পারফরমেন্স ছিলো। সব বিভাগেই আমরা ব্যর্থ হয়েছি। বিশেষভাবে আমাদের বোলিং ও ফিল্ডিং খুবই বাজে হয়েছে। ভারত তাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে এজন্য এমন জয় তাদেরই মানায়। দুর্দান্ত এক ক্যারিয়ারের জন্য নেহরাকে অভিন্দন জানাই এবং তার সুন্দর ভবিষ্যত কামনা করছি।’

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে