news-photos-25-10-16

আ,ফ,ম মহিউদ্দিন শেখ কিশোরগঞ্জ (নীলফামারী ) প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় মঙ্গলবার দুপুর ২ টার সময় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরন কেন্দ্রে ১০ টাকা কেজি দরের চাল বিতরন অনুষ্টানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার রায়। গত ০৭ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিরমারী উপজেলায় আনুষ্টানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। তারি ধারাবাহী কথায় কিশোরগঞ্জ উপজেলায় মোছাঃ মোতাহারা বেগম ডিলারের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন করেন ।
উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা খাদ্য নিয়নন্ত্রক মোঃ সামসুল হক, কিশোরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান আনিছ । এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বললে তারা জানায় হতদরিদ্র মানুষের মাঝে সুলভ মূল্যে খাদ্যবান্ধব চাল বিক্রির কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল পেয়ে তারা খুব খুশি । প্রতি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবে । বর্তমানে বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে ২৪থেকে ২৮ টাকা পর্যন্ত সেখানে তারা ১০ টাকা কেজি দরে চাল কিন্তে পারছে বলে জানায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে