img_20161102_123236

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী পৌর এলাকার গোদে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে শহরের কয়েকটি প্রধান সড়কের নির্মাণ কাজের মন্থরগতি। কয়েক মাস ধরে শম্বুক গতির কাজ শহরবাসীকে নাকাল করে তুলেছে। বিশেষ করে হাজার খানাখন্দকে ভরা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসি অফিস সড়ক ও সদর আধুনিক হাসপাতাল সড়কে পা বাড়ানো দায় হয়ে পড়েছে।

আধভাঙ্গা সড়ককে হাজার হাজার গর্ত মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। পৌর সূত্র জানায়, শহরের ওই গুরুত্বপূর্ণ সড়ক ২টিসহ ২০টি সড়ক ও ৫টি ড্রেন নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ চলছে। তবে সড়ক নির্মাণে শম্বুক গতির নির্মাণ কাজ গত ৫/৬ মাস থেকে শহরবাসীর সীমাহীন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া নীলফামারী পৌরসভার বিভিন্ন সড়কসহ বিভিন্ন উন্নয়ন নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় লোকজন। নিম্নমানের কাজের জন্য ছয়মাস যেতে না যেতেই বিভিন্ন সড়ক পুনরায় চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে। এ ব্যাপারে পৌরসভার সহকারী প্রকৌশলী দুদু মিয়া নীলফামারীনিউজ-কে জানান, প্রধান ওই সড়ক দুটির বৈদ্যুতিক খুঁটি সরিয়ে বর্ধিতকরণ কাজের কারণেই বিলম্ব হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে