fb_img_1478092961762

আসাদুজ্জামান সুজন, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে র‌্যালি, আলোচনা সভা ও সেচ্ছায় রক্তদান কর্মসুচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস।

এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্তর থেকে একটি র‌্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

“মানবিক হোন, মরনোত্তর চক্ষুদান ও সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা, আব্দুর রশিদ। সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, সিরাজুল ইসলাম, সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা, হাসিনুর রহমান,জেষ্ঠ্য স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের,রেডক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য মো. শাকিল হাসান চৌধুরি, সাংবাদিক তৈয়ব আলী সরকার প্রমুখ।

সিভিল সার্জন অফিসের আয়োজনে আলোচনা সভা শেষে সেখানে সেচ্ছায় রক্তদান কর্মসুচি অনুষ্ঠিত হয়রেডক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা সহ অনেকে সেখানে সেচ্ছায় রক্তদান করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে