জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আব্দুল গণি (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। তাদের রংপুর মেডিক্যালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কের কচুকাটা উত্তর পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
আব্দুল গণি কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

গুরুতর আহতরা হলেন বানিয়া পাড়া এলাকার খোদা বক্সের ছেলে জিকরুল ইসলাম (৩৫), চেয়ারম্যান পাড়া এলাকার ফয়জুল ইসলাম(৩২) ও ইসমাইল হক(৩০)।

প্রতক্ষ্যদর্শীরা জানান, দুটি মোটরসাইকেল একই সাথে নীলফামারী থেকে কচুকাটার দিকে আসছিলো। অপরদিক থেকে আসা গরুবাহী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে একজন ঘটনাস্থলে মারা যায়। অপর তিনজনকে চিকিৎসার জন্য রংপুরে নেয়া হয়েছে।
কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো তিনজন।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী। তিনি জানান, নছিমন চালককে আটক করা সম্ভব হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে