জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে ধান ক্ষেতে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জীবন চন্দ্র চ্যাটার্জী (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত জীবন চন্দ্র লক্ষীচাপ ইউনিয়নের নৃসিংহ গ্রামের ব্রাম্মনপাড়ার নরেন্দ্র চ্যাটার্জীর পুত্র। বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) সকালে লক্ষীচাপ ইউনিয়নের নৃসিংহ গ্রামের ব্রাম্মনপাড়ায় নিজ ধান ক্ষেত্রে স্প্রে করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। নৃসিংহ গ্রামের ব্রাম্মনপাড়ার কালিপদ বাবু ও সুবাস বাবু অভিযোগ করে বলেন, এই বিদ্যুতের তারের বিষয়ে বার বার নীলফামারী নেসকোর নির্বাহী প্রকৌশলীকে জানানো হলেও কর্ণপান করেননি। প্রতিনিয়ত আমরা নানা ভাবে অভিযোগ দিয়ে আসছি।

উল্লেখ্য যে এ গ্রামে এক মাস আগে বিদ্যুৎতের তারে জড়িয়ে হেমন্ত নামে এক ব্যক্তি গুরুতর আহত হয় । ৬ মাস আগে শাহাপাড়ের আজিজুল ইসলামের এক লক্ষ বিশ হাজার টাকা দামের গরু বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় । এক বছর আগে দাউদ গ্রামের বিদ্যুতের তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হয়।

এ বিষয়ে নীলফামারী নেসকোর নির্বাহী প্রকৌশলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।
নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে