images(36)

বিডি নীয়ালা নিউজ(২৪ই ফেব্রুয়ারি১৬)-আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীতে মাদক সেবনের দায়ে দুই মাদক সেবনকারীকে আটক করে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা করে জড়িমানা আদায় করেছে। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেত আলী তাদের ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মাদক সেবনকারী দুইজন নীলফামারী শহরের রাবেয়া বিদ্যানিকেতন স্কুলের সহকারি শিক্ষক  উকিল পাড়া মহল্লার শফিউল ইসলামের ছেলে ফেরদৌস আলম (৪০) ও শহরের কবরস্থান মোড় এলাকার মৃত. সিরাজুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালতে প্রদান করলে তারা ছাড়া পেয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক জাহেদুল ইসলাম জানান, তাদের মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে শহরের পুরাতন রেলস্টেশন সংলগ্ন পেট্রোল পাম্প এলাকা থেকে ফেন্সিডিল খাওয়ার সময় হাতে নাতে আটক করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে