e0a6b8

বিডি নীয়ালা নিউজ(২৪ই ফেব্রুয়ারী১৬)-সাহিত্য ও সংষ্কৃতি প্রতিবেদনঃ সব্যসাচী কবি ও কথাসাহিত্যিক জনাব সৈয়দ মাজহারুল পারভেজ, লেখক ও উপন্যাসিক হিসেবে তিনি সারা বিশ্বে খ্যাত। বাংলাদেশের বিভিন্ন পত্রিকা ছাড়াও লেখেন আমেরিকা, কানাডা, পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরার বিভিন্ন সাহিত্য পত্রিকায়। লেখেন কবিতা, উপন্যাস, ছোটগল্প, বড় গল্প, কিশোর গল্প-উপন্যাস, মুক্তিযুদ্ধ বিষয়ক, শিশুতোষ ও ক্রীড়া বিষয়ক বই।

তিনি ১৯৬২ সালের ২২ শে সেপ্টেম্বর মাগুরা জেলার ছায়াঘেরা পুখরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা মরহুম সৈয়দ হাসান আলী ও মাতা মুরহুমা সৈয়দা আয়েশা হাসান।নয় ভাইবোনদের মধ্যে তিনি সবার ছোট।

পুখরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিনি তার শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে আলোকদিঘিঁ প্রাথমিক স্কুলে ভর্তি হন। তিনি আলোকদিঘীঁ পুখরিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং মাগুরা সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন।তিনি তার পরবর্তী শিক্ষা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন করেন।

বাংলাদেশ ও ভারতে তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ২ শতাধিক। ১৯৯৩ ও ১৯৯৪ পরপর দুই বছর একুশে বইমেলায় তিনি ছিলেন সর্বাধিক বইয়ের লেখক। ১৯৯৫ সালে তিনি প্রথম লেখক হিসেবে একক স্টল করেন।

অমর একুশে বই মেলা- ২০১৬ তে থাকছে তার ১৬ টি গ্রন্থ। তার প্রকাশিত বইসমুহ-

উপন্যাস সমগ্রঃ- ভালোবাসার তিন দিক, কবি ও কবিতা, প্রেম নয় ভালোবাস, ভালোবাসা প্রেম নয়, তুমি আমায় ডেকেছিলে, কফি হাউজের আড্ডা, অভিশপ্ত বাড়ি, হৃদয়ের কথা, মন নিয়ে খেলা, ভালোবাসার নিমন্ত্রণ, ভালোবাসা কারে কয়, মনের মানুষ, মন যারে চায়।

12549102_797654013696164_5054413955716982895_n12615370_797653753696190_5789798750805660705_o12698156_803558106439088_622586650227955134_o12711161_1660335074216154_5579280143608601193_o12717543_803354576459441_6104721505504242317_n

কবিতা সমগ্রঃ- সেরা ১০০ প্রেমের কবিতা, নোবেল বিজয়ী সেরা ৫ কবির ১০০ কবিতা, মরুদ্যানের পাঁচ ফুল, আবৃত্তিকোষ, চার পৃথিবী, দ্রোহে ভালোবাসা, মানুষের জন্যে কবিতা, স্বদেশপ্রেম ।

1656296_216635911861553_1327126512_n1901847_216638278527983_955646894_n12646730_801055010022731_3730745962541854354_o

মুক্তিযুদ্ধ বিষয়ক বইঃ- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্বগাথা।

12657395_489138104611331_2472643805421890606_o12640397_798690546925844_475091971448593525_o

আত্যজীবনি মূলক গ্রন্থঃ-  দীপ্তিময় ব্যাপ্তি ।

10275441_793142344147331_3307062920650430953_o

কবির প্রতি গভির শ্রদ্ধা ও ভালবাসা নিবেদন করছি।

সম্পাদক

বিডি নীয়ালা নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে