jmb

বিডি নীয়ালা নিউজ(২ই  মে১৬)-নীলফামারী প্রতিনিধি:  নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ছয়টি হাতবোমা, একটি চাপাতি ও চারটি চাকু পাওয়া যায়।

গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কিত্তিনিয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুর রহমান (২৫), আরাজি ইটাখোলা গ্রামের সাহেব আলীর ছেলে মাসুদার রহমান ওরফে ইব্রাহীম ওরফে মাসুদ (৪২) ও মোশারফ হোসেন (৩৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা পুলিশ হত্যার পরিকল্পনা করছিল এমন গোপন খবরে আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ওই দিনই অভিযান চালিয়ে মাসুদার রহমান ওরফে ইব্রাহিম ওরফে মাসুদ ও তার ছোট ভাই মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে