ডেস্ক রিপোর্টঃ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ ও নিউজিল্যান্ড জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলে প্রথমবারের মত ডাক পেলেন মেহেদি হাসান মিরাজ, শুভাশিষ রায় ও তানবীর হায়দার। এছাড়া দলে আছেন পেসার মুস্তাফিজুর রহমানও।
আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে ২২ ডিসেম্বর একটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে টাইগাররা। তাই একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ ও প্রথম ওয়ানডের জন্য দলঘোষণা করেছে বিসিবি। নিউজিল্যান্ড সিরিজের জন্য আগেই ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষনা করেছিলো বিসিবি। সেই ২৩ সদস্যের স্কোয়াড থেকে প্রস্তুতিমূলক ও প্রথম ওয়ানডের জন্য ঘোষিত করা হলো ১৫ সদস্যের দল।
গেল অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজে চমৎকার নৈপুণ্য করেন মিরাজ। অভিষেক টেস্ট সিরিজে ২ ম্যাচে ১৯ উইকেট নেন তিনি। তাই তাকে প্রথমবারের মত ওয়ানডে দলেও সুযোগ দেয়া হলো মিরাজকে। এ ব্যাপারে নিবার্চক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদিন বলেন, ‘মিরাজ ওয়ানডে খেলেনি। তবে সীমিত ওভারের জন্য গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মিরাজ। আমরা বিশ্বাস করি, ক্রিকেটের তিন ফরম্যাটেই ভবিষ্যতে বাংলাদেশকে ভালোভাবে সার্ভিস দিতে পারবে সে। এছাড়া নিউজিল্যান্ডের সিমিং কন্ডিশনে ভালো পারফরমেন্স করতে পারবে শুভাশিষ। আর ঘরোয়া আসরে ধারাবাহিকভাবেই ভালো পারফরমেন্স করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনিং ক্যাম্পেও সে ভালো করেছে।’
প্রস্তুতি ও প্রথম ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায় ও তানভীর হায়দার।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে