”  তুমি ”

       নাজমুল হক হৃদয়
   ভাবনা  আমায় চিনতে শিখাই,
তোমার কলরবে,
নিরব থাকার অভিমানে,যেওনা তুৃমি চলে
থাকবো নাকি, আমি তোমার শহরে,
চলে যাবো দূূর পাহাড়ে, তোমার শহর ছেড়ে
রবে নাহ মোর তুমার আবেগ,
রবে নাহ মোর তোমার স্মৃতি,চারদেয়ালের মাঝে
রবে নাহ মোর স্মৃতি, তোমার  শহর জুড়ে।
তুমি ভেবে ভেবে কাটিয়ে দিবে এই শহরেতে,
আমি দুকূল ছেড়ে উজাড় হবো, তোমার স্মৃতি নিয়ে।
তুমি তুমি করে কাটিয়ে দিবে দিন,
আমি হেলে হেলে পাড়ি দিবো,
তোমারি শহরে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে