ডেস্ক রিপোর্টঃ প্রশ্ন ফাঁস করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের জোড় পুকুর এলাকায় একটি কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শিক্ষাঙ্গন কোচিং সেন্টার নামের ওই প্রতিষ্ঠানের পরিচালকের নাম দ্বীন মোহাম্মদ স¤্রাট ও অর্পন মল্লিক।
আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) বিএম কুদরত-এ- খোদা এ নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) বিএম কুদরত-এ-খোদা জানান, শিক্ষাঙ্গন কোচিং নামের ওই প্রতিষ্ঠান থেকে এবারের প্রাইমারির সমাপনীর (পিএসসি) মডেল টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস অভিযোগ পাওয়া গেছে। অভিযান পরিচালনা করে ওই কোচিং সেন্টারটিতে শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটিতে শুধু ৫ম শ্রেণির শিক্ষর্থীদের কোচিং দেয়া হয়। এতে কয়েক ব্যাচে কয়েক শত শিক্ষার্থী রয়েছে।

 

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে