original

বিডি নীয়ালা নিউজ(১২ই মে১৬)-বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদন:  আমাদের সৌরজগতের বাইরে ১ হাজার ২৮৪টি নতুন গ্রহের সন্ধান পাওযা গেছে। মহাকাশে নজর রাখা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেপলার টেলিস্কোপ এসব গ্রহ আবিষ্কার করেছে।

কেপলারের নাসা বলছে, সৌরজগতের বাইরে আবিষ্কৃত ১২৮৪টি গ্রহের মধ্যে অন্তত ১০০টির আয়তন পৃথিবীর মতো। এই একশটি গ্রহের বেশিরভাগই পাথুরে, গ্যাসীয় নয়। পাথুরে গ্রহে প্রাণ খুঁজে পাওয়ার সম্ভাবনাও বেশি।
নাসার প্রধান বিজ্ঞানী এলেন স্টোফান বলেছেন, এই আবিষ্কার আশা দিল যে, কোথাও না কোথাও আমাদের মতোই সূর্য রয়েছে। আমরা আর একটা পৃথিবী খুঁজে পেতে পারি।

নাসা এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৫ হাজার গ্রহ সদৃশ বস্তুপিণ্ড খুঁজে পাওয়া গেছে। ৩ হাজার ২০০ টি যাচাই করে দেখা হয়েছে। এরমধ্যে ২ হাজার ৩২৫টিরই সন্ধান দিয়েছে কেপলার।

২০০৯ সালে মহাকাশে পাড়ি দিয়েছিল কেপলার। আরও দুই বছর চলার মতো জ্বালানি মজুদ আছে এই টেলিস্কোপে। ফলে আগামী দিনে কেপলারের কাছ থেকে আরও বড় চমকের অপেক্ষায় আছেন বিজ্ঞানীরা।

##নাসা ওয়েবসাইট

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে