montri-porishod

বিডি নীয়ালা নিউজ(৩ই মে১৬)-অনলাইন প্রতিবেদনঃ কোম্পানি নিবন্ধনসহ বিভিন্ন ধরনের ফি দ্বিগুণ করে কোম্পানি আইন, ১৯৯৪-এর তফসিল-২-এ উল্লিখিত ফি (কর বহির্ভূত রাজস্ব) পুননির্ধারণ প্রস্তাব অনুমোদন করেছেন মন্ত্রিসভা।

গতকাল সোমবার (২ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেসব্রিফিংয়ে এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০০৭ সালে তফসিলটি যখন পুনর্বিন্যাস করা হয়। এরপর ৮ বছর পর এটা আবার পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। পরিবর্তনের ফলে বলা যায় ফি দ্বিগুণ করার কথা বলা হয়েছে।
তিনি বলেন,  বর্তমানে এ খাত থেকে সরকারের আয়  ৭০ কোটি টাকা। আইনটি অনুমোদন হওয়ায় এখন পাওয়া যাবে ১৫০ কোটি টাকা।’

শফিউল আলম বলেন,‘শেয়ার মূলধন সম্পন্ন কোম্পানির নিবন্ধন ফি ৩৬০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। আর শেয়ার মূলধন ২০ হাজার টাকার বেশি ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতি ১০ হাজার টাকা জন্য ফি ১৮০ টাকা থেকে ৩৫০ টাকা করা হয়েছে।’

তিনি বলেন, ‘সংঘ স্মারকের ফি ৩০০ টাকার জায়গায় ৬০০ টাকা করা হয়েছে। এছাড়া অন্যান্য দলিলের ফি ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০০ টাকা। সাধারণ ক্ষেত্রে নথিপত্র পরিদর্শন ও সত্যায়িত অনুলিপির জন্য ফি ১০০ টাকার স্থলে ২০০ টাকা করা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোম্পানি আইনের অধীন প্রয়োজনীয় বা অনুমোদিত কোনো কিছু রেজিস্ট্রারের মাধ্যমে লিপিবদ্ধ করানোর ফিস ২০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে। আর রিসিভার নিয়োগ নিবন্ধন ফি ২০০ টাকা থেকে বৃদ্ধি করে ৪০০ টাকা করা হয়েছে।’

#বাংলামেইল

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে