বিশেষ প্রতিণিধি : মারুফ সরকার   : ভিট সুন্দরী প্রতিযোগীতা অনুষ্ঠানের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন ছোট পর্দার আলোচিত মূখ দোলন দে । দোলন নিজের দক্ষতা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে শোবিজ অঙ্গন এ অভিনয় মাধ্যমে জায়গা দখল করে নিয়েছেন। বর্তমানে একাধিক ধারাবাহিক ও একক নাটক নিয়ে ব্যস্ত সময়  পাড় করছেন এই অভিনেত্রী। পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করেছেন।

এরই মধ্যে ১৫ সেপ্টেম্বর তেজগাঁও রেলস্টেশনে  শুটিং শেষ করেছেন  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মুখ’। রাইসুল তমালের নির্দেশনায় নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দোলনের বিপরীতে আছেন আবু হুরায়রা তানভীর। এছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সুজন হাবিব। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা রাইসুল তমাল। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে দোলনের চরিত্রের নাম সোনিয়া, তানভীরের চরিত্রের নাম আজাদ এবং মিরাজ চরিত্রে সুজন।

গল্পে দেখা যাবে, আজাদ ও সােনিয়ার অনেকদিন পর দেখা। পূর্বের সময়ের কথা ভেবে দুজনেই আবেগে মুহ্যমান। সময়ের ফেরে অনেক কিছুই হারাতে হয়। কিন্তু প্রিয় মানুষকে কেউ হারাতে চায় না। একটি ছােট ভুল দুজন মানুষকে আলাদা করে দেয়। এই ভুল কেন কিভাবে হলাে কেউ বুঝতে পারেনা। অথচ তাদের একট সােনালী অতীত ছিলাে। একে অপরকে সারাজীবনের জন্য কাছে পাওয়ার ইচ্ছে ছিলাে। দুজন। দুজনকে বুঝতাে। এতাে ভাল একটি সম্পর্ক ভেঙে যায় সামান্য একটি ভুলে। যেই ভুলের জন্য আজাদ ও সােনিয়া কেউ দায়ী না। আজাদের খুব কাছের বন্ধু মিরাজ। মিরাজ মনে মনে ভালবাসতাে সােনিয়াকে। মিরাজ, আজাদ ও সােনিয়ার ভালবাসার কথা জানতাে। আজাদ সিদ্ধান্ত নেয় দুজন পালিয়ে যাবে। এরপর ঘটনা মোড় নেই অন্যদিকে।

নির্মাতা জানান, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি শিঘ্রই অ্যালপাইন গ্লোবাল টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে