ডেস্ক স্পোর্টসঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের শুরুটা হার দিয়ে হলেও শেষটা হয়েছে দুর্দান্ত। টেস্ট সিরিজে হারের পর ঘুরে দাঁড়ায় তারা। লাল-সবুজের জার্সি পরে প্রথমে ওয়ানডে এরপর টি-টোয়েন্টি সিরিজ জয় করে মাশরাফি-সাকিব বাহিনী। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে বিজয়ী বেশে দেশে ফিরেছেন টাইগাররা।

বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল  ৮টা ৫৫ মিনিটে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

নিউইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইন্সযোগে সকাল ৮টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা। তবে দলের সদস্যরা সবাই একসঙ্গে ফেরেননি। ফিরছেন বিভক্ত হয়ে। রবিবার সিরিজ শেষে নিউইয়র্কে দিন কয়েকের অবকাশ যাপনের উদ্দ্যেশে রয়ে গেছেন; মাশরাফি, মাহমুদউল্লাহ, মুশফিক ও তামিম। এছাড়া বাকি সকল সদস্যই ফিরেছেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজে হারলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় টাইগাররা, ২-১ ব্যবধানে জিতে নেয় তিন ম্যাচ সিরিজ। এ নিয়ে ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নেয় তারা। টি-টোয়েন্টি সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। প্রথমটি হারলেও দুর্দান্তভাবে খেলায় ফিরে ২-১ ব্যবধানে তিন ম্যাচ সিরিজ ঘরে তোলে সফরকারীরা।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে