জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: লেখাপড়া করে সুশিক্ষিত হয়ে তোমরাই একদিন দেশের হাল ধরবে। দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যাবে। মনে রাখবে,যে জাতি যত শিক্ষিত,সে জাতি তত উন্নত।

তোমরা মাদক ও নেশার কবল থেকে দুরে থাকবে। দাদপুর জি আর ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ এ কথাগুলো বলেন।

সলঙ্গা থানার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দাদপুর জি.আর ডিগ্রি কলেজ।কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ আলহাজ্ব জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রভাষক ফিরোজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) তানজিল পারভেজ, কলেজের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম,দাদপুর জি.আর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জিল্লুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দাদপুর জি.আর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মান্নান, প্রভাষক কাউসার হোসেন, আহসান হাবীব, বেলাল হোসেন, আল-মাহমুদ, আবু হাসান, তাজ উদ্দিন, যুগোল চন্দ্র ঘোষসহ কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। শেষে জেলা প্রশাসক মহোদয় সকলকে নিয়ে কলেজ আঙিনায় বৃক্ষরোপন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে