আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের বৃহত্তম তিস্তা ব্যারাজের পয়েন্টে আজ শনিবার সকালে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ফলে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে দেওয়া হয়েছে।

গত দুই দিন থেকে বিভিন্ন এলাকাতেও চলছে টানা বর্ষণ। ফলে মানুষের স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে। তিস্তার পানি উপচে তীরবর্তী বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিংগীমারী, ডাউয়াবাড়ি, সিন্দুর্ণা, পাটিকাপাড়া ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে বেশ কয়েকটি রাস্তাঘাট। পানিতে তলিয়ে গেছে আমনক্ষেত।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ‘ভারতের সিকিমসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় দেশে তিস্তার পানি আরও বাড়তে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে