আন্তর্জাতিক রিপোর্ট : মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবায়ণযোগ্য শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. কামারুজ্জামান সুপিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাহিদ হাসান মাহমুদ এবং একই বিভাগের পিএইচডি গবেষক মিসেস নাহিদ আকতার উপস্থিত ছিলেন

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মত বিনিময় এবং একে অপরকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস মালয়েশিয়ার অধ্যাপকের কাছে তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য উপাচার্য অতিথিকে ধন্যবাদ জানান।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে