ডেস্ক স্পোর্টসঃ সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে সিরিজে ব্যাকফুটে টাইগাররা। দুই ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে বাংলাদেশ। তাই টেস্ট সিরিজ ড্র করতে সামর্থ্যের সবকুটু দিবে টিম বাংলাদেশ। এমনটাই জানালেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

প্রসঙ্গত, রবিবার থেকে শুরু হচ্ছে ঢাকা টেস্ট। সিরিজ বাঁচাতে তাই ঢাকা টেস্ট জয়ের বিকল্প নেই। আর ড্র হলেও বিপদ। জিম্বাবুয়ে জিতে নিবে টেস্ট সিরিজ। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা।

শনিবার সকালে প্রস্তুতি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মাহমুদউল্লাহ। এসময় টাইগার অধিনায়ক বলেন, ‘‘সবার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থাকে। খেলোয়াড়রা নিজে থেকেও চিন্তা করে, দলও চিন্তা করে। আমার মনে হয় আমাদের দেশের খেলোয়াড়রা অনেক হৃদয় দিয়ে খেলে। দেশের জন্য সবসময় ১০০ ভাগ দিয়েই খেলে। এই টেস্টে আমরা ১২০ ভাগ দিয়ে খেলব।’’

এসময় তিনি আরও বলেন, ‘‘আমরা প্রতিটি প্রতিপক্ষকেই শক্তিশালী মনে করছি। ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে যেভাবে দেখি, আমি জিম্বাবুয়েকেও একই চোখে দেখি। কারণ মাঠে গিয়ে ভালো খেলাটাই মূল লক্ষ্য। মাঠে ভালো করতে না পারলে সবাইকে পীড়া দেয়। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা। আমাদের স্ট্রংলি কামব্যাক করতে হবে। এখানে অন্য কোন সুযোগ নেই।’’

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে