train

ডেস্ক রিপোর্টঃ টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলস্টেশনের কাছে লালমনি এক্সপ্রেস ট্রেনের একটি বগির লাইনচ্যুতির ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু হয়েছে।

টাঙ্গাইলের মহেড়া স্টেশন মাস্টার মাসুম মল্লিক জানান, মূল লাইনে বগিটি আটকে যাওয়ায় রাত সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী দ্বিতীয় লাইন দিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন পার হয়ে যায়। এর মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়েছে। তিনি আরও জানান, লাইনচ্যুত বগিটি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন করে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

উল্লেখ্য, উত্তরবঙ্গের লালমনিরহাট থেকে ছেড়ে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ৯টার দিকে মির্জাপুরের মহেড়া রেলস্টেশনের কাছে পৌঁছলে হঠাৎ বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে