ডেস্ক স্পোর্টসঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে শেষ চার নিশ্চিত করলো তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ চট্টগ্রাম পর্বের শেষ ও টুর্নামেন্টের ৩৪তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১২ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ চার নিশ্চিতের পাশাপাশি এই জয়ে ৯ খেলা শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো তামিমের কুমিল্লা। আর ১০ খেলায় ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থাকলো সাকিবের ঢাকা। তবে এখনো শেষ চার নিশ্চিত হয়নি ঢাকার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ঢাকা ডায়নামাইটস। প্রথমে ব্যাটিং করার সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন কুমিল্লার দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও লিটন কুমার দাস। ৪৪ বল মোকাবেলায় ৬০ রান যোগ করেন তারা। ব্যক্তিগত ৩৭ রানে তামিম ফিরে যাওয়ায় প্রথম উইকেট হারায় কুমিল্লা। তার ২৩ বলের ইনিংসে ৫টি চার ছিলো।
এরপর ইমরুল কায়েসকে নিয়ে ইনিংস মেরামত করেন লিটন। ভালোই এগোচ্ছিলেন তারা। কিন্তু তাদের পথে বাঁধা হয়ে দাঁড়ান তামিমকে শিকার করা ঢাকার অধিনায়ক সাকিব আল-হাসান। ৩৪ রানে থাকা লিটনকে নিজের দ্বিতীয় শিকার বানান সাকিব। ৩টি চারে ৩০ বল মোকাবেলায় নিজের ইনিংস সাজান লিটন।
লিটনের পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইমরুলও। ২৬ রান করে বিদায় নেন তিনি। ১১৪ রানে ৩ উইকেট হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের ২৭ বলে ৩৯, পাকিস্তানের শোয়েব মালিকের ৪ বলে অপরাজিত ৯ ও হাসান আলীর ২ বলে ৮ রানের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ হয় পায় কুমিল্লা। স্যামুয়েলসের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিলো। ঢাকার ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার ৩টি ও সাকিব ২টি উইকেট নেন।
জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ঢাকার উপরের সারির চার ব্যাটসম্যান দু’অংকে পৌঁছানোর আগেই বিদায় নেন। ওয়েস্ট ইন্ডিজের দুই খেলোয়াড় এভিন লুইস ৬ ও সুনীল নারাইন ৫ এবং সাদমান ইসলাম ৯, অধিনায়ক সাকিব আল-হাসান ৭ রান করে ফিরেন।
অন্যান্য ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝেও, এক প্রান্ত আগলে ব্যাট হাতে লড়াই করেছেন ওপেনার ইংল্যান্ডের জো ডেনলি। হাফ-সেঞ্চুরির দোড়গোড়ায় পৌছে ৪৯ রানে থেমে যান তিনি। ৬টি চার ও ২টি ছক্কা মারেন ডেনলি। এরপর ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ২৭ এবং মোসাদ্দেক হোসেন ও জহিরুল ইসলাম ১৭ রান করে ফিরলে ঢাকার হার নিশ্চিত হয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করতে পারে ঢাকা। চিটাগং-এর পক্ষে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ৩টি ও মোহাম্মদ সাইফউদ্দিন ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ব্রাভো।
সংক্ষিপ্ত স্কোর :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৬৭/৬, ২০ ওভার (স্যামুয়েলস ৩৯, তামিম ৩৭, কুপার ৩/৪২)।
ঢাকা ডায়নামাইটস : ১৫৫/৮, ২০ ওভার (ডেনলি ৪৯, পোলার্ড ২৭, ব্রাভো ৩/৩১)।
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১২ রানে জয়ী।
ম্যাচ সেরা : ডোয়াইন ব্রাভো (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে