Use-Dry-Shampoo

বিডি নীয়ালা নিউজ(৬ই মে১৬)-ফ্যাশান ও স্টাইল প্রতিবেদনঃ  অনেকের মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত থাকে। এর ফলে চুলও তেলতেলে হয়ে যায়। কিন্তু তাই বলে প্রতিদিন শ্যাম্পু করতে হবে? চাইলে করতে পারেন।

তবে এ ক্ষেত্রে লিকুইড শ্যাম্পুর জায়গায় ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন। এতে ঝামেলাও কম,আবার আপনার সময়ও অনেক বেঁচে যাবে।

কিন্তু ড্রাই শ্যাম্পু কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে চারটি পরামর্শ দেওয়া হয়েছে  নীচে –

১. ড্রাই শ্যাম্পু এমনভাবে স্প্রে করবেন, যেন চুলের গোড়ায় না লাগে। এতে চুল পড়ে যেতে পারে। তাই দূরে থেকে শুধু চুলে স্প্রে করুন।

২. চুলের ওপরে স্প্রে না করে ভেতরের দিকে স্প্রে করুন। কারণ, ড্রাই শ্যাম্পু স্প্রে করলে চুলের ওপরে সাদা হয়ে থাকে। তাই ভেতরের দিকে স্প্রে করে হাত দিয়ে পুরো চুলে মিশিয়ে নিন।

৩. চুল তেলতেলে থাকলে ড্রাই শ্যাম্পু চুলের এই তেলতেলে ভাব দূর করবে। কিন্তু তাই বলে অতিরিক্ত স্প্রে ব্যবহার না করাই ভালো। এতে চুল রুক্ষ ও প্রাণহীন মনে হবে। বাইরে যাওয়ার আগে সামান্য ড্রাই শ্যাম্পু স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপরও যদি চুল তেলতেলে মনে হয়, তাহলে চুলে হালকা করে আরেকবার স্প্রে করে নিন।

৪. স্প্রে করলে চুল প্রথমে একটু সাদা হয়ে যায়। এতে ভয় পাওয়ার  কিছু নেই। কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন, সাদা দাগ এমনিতেই দূর হয়ে যাবে।

##ডেইলি টাইমস অব ইন্ডিয়া

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে