আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী ডিমলা জনতা ডিগ্রি কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ সহ সকল বিভাগের নতুন শিক্ষার্থীদের পাঠদানের কর্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
গতকাল (১লা জুলাই) সকালে ডিমলা জনতা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের অডিটরিয়াম হলরুমে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে এ পাঠদান কার্যক্রমের শুভ-উদ্বোধন করা হয়। এ সময় কলেজটির (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল লতিফ খানের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রভাষক মনোয়ার হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, উক্ত কলেজের উপাধ্যক্ষ সামিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মাওলানা মুজিবুর রহমান, প্রভাষক আব্দুর রহমান, ম্যানিজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, নূরল ইসলাম, আনিছুর রহমান ও ফয়জুর রহমান প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, ডিমলা জনতা ডিগ্রি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে হাজার-হাজার ছাত্র-ছাত্রী শিক্ষায় সু-শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন সরকারী, বে-সরকারী দপ্তরে চাকরী করছে। আজ যারা এই কলেজে এসেছেন শিক্ষা নেয়ার জন্য, মনোযোগ সহকারে পাঠদানে অংশ নিলে আপনারাও অনেক উঁচু শিক্ষার সীঁড়িতে উঠে দাড়াতে পারবেন। বক্তারা আরো বলেন, ডিমলা জনতা ডিগ্রি কলেজ একটি রাজনীতি মুক্ত, মাদক মুক্ত এবং বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিষ্ঠান। তাই কলেজে শিক্ষার জন্য এসে কখনো এ ধরণের ভুল পথে যাওয়া যাবে না। সেই সাথে শিক্ষার্থীদের নিয়মিত কলেজে এসে পাঠদান গ্রহণ করতে বলেন বক্তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে