ডিমলা থেকে, আসাদুজ্জামান পাভেল : সারা দেশের সাথে ধর্মী ভাবগাম্ভিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীরা ভগবান শ্রী কৃষ্ণের আবিভাব তিথী শুভ জন্মাষ্টামী ২০১৭ নানাবিধ কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেন।

এসব কর্মসূচী হলো, বর্ণাঢ্য শোভাযাত্রা, পূর্জা অর্চনা, গীতাপাঠ, দেশ-জাতীর কল্যাণে বিশেষ প্রার্থনা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ।

এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় গীতা আশ্রম প্রাঙ্গনে বাবু মোহিত কুমার সিংহ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকার।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পূর্জা উদযাপন কমিটির সাবেব সভাপতি, বাবু সুভাষ চন্দ্র সরকার, অবসর প্রাপ্ত শিক্ষক রাজকুমার সিংহ রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা বাবু নিরেন্দ্রনাথ রায়, ডিমলা মহিলা মহাবিদ্যালয় প্রভাষক বিনয় কুমার রায়, সাবেক ইউপি সদস্য কৃষ্ণকান্তি রায়, শিক্ষক বিষ্ণুপদ চট্রাপাধায় প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা পূর্জা উদযাপন কমিটির নেতা বাবু শৈলেন চন্দ্র সিংহ রায়।

সভায় বক্তারা ভগবান শ্রী কৃষ্ণের নির্দেশিত অহিংসা, দেশপ্রেম, সমাজগঠনে সকলের শান্তিপূর্ণভাবে বসবাসের আহবান জানান।


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে