ডিমলা থেকে,আসাদুজ্জামান পাভেল : সারা দেশের সাথে ডিমলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহদাৎ বার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠন, উপজেলা প্রশাসন, স্থানীয় স্কুল, কলেজ, মাদ্ররাসা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন নানাবিধ কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেন।
এসব কর্মসূচী হলো সকাল ৮.০০ টায় স্মৃতি অম্লানে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান, র‌্যালী, শিশু-কিশোরদের চিত্রাংঙ্কন, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ছাত্র-ছাত্রীদের বক্তব্য প্রদান, আলোচনা সভা এবং মন্দির মসজিদে ১৫ই আগষ্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা এবং দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়াম হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

বক্তব্য প্রদান করেন ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সালেহ, ডিমলা আরবিআর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, ডিমলা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রেজাউল হাসান, ডিমলা বিএমআই অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের প্রমুখ।

এছাড়াও মুক্তিযোদ্ধা কার্যালয় ও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে