আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে নবনির্বাচিত সাতটি ইউনিয়নের ৮৪ জন ইউপি সদস্য-সদস্যাগণের একযোগে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০-ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার ৷

সাংসদ আফতাব উদ্দিন সরকার নবনির্বাচিত সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে বলেন, শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের মেনে চলতে হবে। আপনারা মান-অভিমান ভুলে ইউনিয়নের সকল জনগনকে আপন করে নেবেন৷ আপনাদের কর্মকান্ডের মাধ্যমে পরিচালিত হবে ইউনিয়ন তথা পরিষদের উন্নয়ন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানু, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, নবনির্বাচিত ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার কেঞ্জুল ও ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়নের নব-নির্বাচিত সাধারণ সদস্য ৬৩ জন পুরুষ ও মহিলা সংরক্ষিত আসনের ২১ জন মহিলা সদস্যা উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে