ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় ফলের দোকান মালিকগণকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মেয়াদ উত্তীর্ণ খেজুর, পঁচা-বাসি পাউরুটি, বিস্কুট, টোর্ষ্ট রাখার দায়ে এ জরিমানা করা হয়। মঙ্গলবার (৭-মে) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার মুনের নির্দেশক্রমে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-ই আলম সিদ্দীকি এ জরিমানা করেন। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ওয়াহেদুল ইসলাম, ডিমলা থানার এসআই মহাম্মদ আলী ও পেশকার রোকনুজ্জান রোকন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সঙ্গে থেকে গণমাধ্যমকে বলেন, মেয়াদ উত্তীর্ণ খেজুর অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রাখার দায়ে উপজেলার বাবুরহাট বাজারের মেইন রোড সংলগ্ন আরিফ ফল ভান্ডার এর মালিক আমিনুর রহমানকে ৫ হাজার, মাসুদ ফল ষ্টোর’র মালিক আলমগীর হোসেনকে ৫ হাজার, শাহিনুর রহমানকে ২ হাজার, রবিউল ইসলামকে ৮ হাজার, শাহ্ আলমকে, ২ হাজার, জশিয়ার রহমানকে ৩ হাজার ও জামাল উদ্দিনকে ৫ হাজার টাকা ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে নগদ আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-ই আলম সিদ্দীকি অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, পুরো রমজান মাসে এধরনের অপরাধ মূলক কর্মকান্ড উপজেলার কোথাও যদি জানা যায়, তাৎক্ষনিক তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপদ খাদ্য পরিদর্শন ও অভিযান পুরো উপজেলায় সারা মাস ধরে অব্যাহত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে