ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় সাম্প্রতি বন্যা ও নদীভাঙ্গনে এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র, অসহায় ৮৪ টি পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্ধকৃত ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন সাথে ৩ হাজার টাকা হারে চেক প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৮-সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম করা হয়।
উপজেলার ১০ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ডেউটিন ও চেক বিতরনের সময় উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুন’র সভাপ্রতিত্বে উপজেলা প্রকল্প বাস্থবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলমের সঞ্চলনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস আয়শা সিদ্দীকা, উপজেলা প্রকল্প বাস্থবায়ন অফিসার মেজবাহুর রহমান, পাট অফিসার মহিবুর রহমান লোহানী, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুর ইসলাম ভূঁইয়া, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান লিথন ইসলাম, ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে